বঙ্গ ক্রিকেট কর্তারা তো অবাক, এমনকি দেশীয় ক্রিকেট মহলও হতচকিত বর্ষীয়ান সিপিআইএম (CPIM) নেতা তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) মন্তব্যে। তিনি বলেছেন এখন আর সৌরভের (Sourav Ganguly) সঙ্গে যোগাযোগ নেই। অশোকবাবুর মন্তব্য ক্রিকেট প্রশাসনে হইহই। কারণ, সৌরভ ও অশোক আত্মিক সম্পর্ক। এই সম্পর্ক এখন নেই, সেটা হতেই পারেনা।
শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক ও মেয়র তথা প্রবীণ বাম নেতাকে ক্রিকেট মহল চেনে সৌরভ গাঙ্গুলীর ‘গডফাদার’ হিসেবে। বাইশ গজের রাজনীতিতে চর্চিত কথা, মাঠে সৌরভ কী করতেন সেটা তাঁর মহারাজকীয় সিদ্ধান্ত। আর মাঠের বাইরে তিনি কী করবেন সেটা অশোকবাবু নির্ধারিত।
অভিযোগ, সৌরভ গা়ঙ্গুলী যখন যেমন রাজনীতির সুবিধা তখন তেমন রাজনৈতিক দলের ঘনিষ্ঠ। বাম আমলে তিনি সিপিআইএম ঘনিষ্ঠ। তৃ়ণমূল কংগ্রেস আমলে মমতা ঘনিষ্ঠ। আবার বিজেপিরও কাছের লোক।
দীর্ঘ বাম আমলে বেহালার গাঙ্গুলী পরিবার থেকে দুজন ক্রিকেট ব্যক্তিত্ব এসেছেন স্নেহাশিস ও সৌরভ। তবে স্নেহাশিস রঞ্জি ট্রফি পর্যন্ত গিয়ে থামেনি। তাঁর অপূর্ণ ইচ্ছে ভারতের হয়ে খেলা মিটিয়ে দিয়েছেন ভাই সৌরভ। অধিনায়ক থেকে ক্রিকেট কর্মকর্তা হয়েছেন।সৌরভের এই দীর্ঘ ক্রিকেট জীবনটির পুরোটাই বাম জমানার। আর প্রশাসক ভূমিকাটি রাজ্যে তৃ়নমূল ও কেন্দ্রে বিজেপির মধ্যে সমতা রক্ষার কৌশলে কেটেছে।
সিএবি ও বিসিসিআই কর্তা হওয়ার পরেও সৌরভের সঙ্গে অস্তমিত বাম জমানার দাপুটে মন্ত্রী তথা ‘উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী’ বলে কথিত অশোক ভট্টাচার্যের গাঢ় সম্পর্ক সুবিদিত। অশোকবাবুর বই উদ্বোধন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহর সঙ্গে সুসম্পর্ক রেখেছেন।
রাজনৈতিক মহলে আলোচনা সবার সঙ্গেই দোস্তি রাখলেও সৌরভকে আড়াল থেকে পরিচালিত করে চলেন অশোক ভট্টাচার্য। বিধানসভা ভোটের আগে যতবার সৌরভের বিজেপিতে যোগদান বিষয় চর্চিত হয়েছে ততবারই সবার আগে মুখ খুলেছেন অশোক ভট্টাচার্য। তিনিই প্রথম দাবি করেন, সৌরভের বিজেপিতে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। ও যেন রাজনীতিতে না আসে। এ যেন সৌরভের হয়েই তাঁর কথাটি অশোকবাবু বলে দিতেন।
তাৎপর্যপূর্ণ, প্রবল চাপে অসুস্থ হয়ে যতবার হাসপাতালে ভর্তি হয়েছেন ততবারই দেখা করেছেন অশোক ভট্টাচার্য। তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করে দাবি করেছেন সৌরভকে অহেতুক রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে।
সর্বশেষ সৌরভ করোনা আক্রান্ত হন। বিশ্বজুড়ে ছড়িয়েছিল চিন্তা। তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর অশোক ভট্টাচার্য প্রথম ব্যক্তি যিনি সৌরভের সঙ্গে দেখা করে সেলফি দেন। অশোক সৌজন্যে করোনামুক্ত সৌরভকে দেখেছিল বিশ্ব।
বিসিসিআই থেকে অপসারিত সৌরভ। তিনি কি রাজনীতির শিকার। গডফাদার অশোক বলছেন জানিনা কী ঘটেছে। যোগাযোগ নেই। তবে ক্রিকেট রাজনীতি মহলের চর্চা সৌরভকে চাপমুক্ত করতে গোপনে ব্যাটিং করছেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য।