এটিকে মোহন বাগানের মুখে ঝামা ঘষে দিল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল (East Bengal) জনতার মনে ক্রমে জায়গা করে নিচ্ছে ইমামি। ক্লাবের লোগোর ব্যাপারেও কোম্পানি শুনেছে সমর্থকদের মনের কথা। ইস্টবেঙ্গল নামের আগে না পরে, কোথাও যোগ…

Mohun Bagan Vs East Bengal

short-samachar

ইস্টবেঙ্গল (East Bengal) জনতার মনে ক্রমে জায়গা করে নিচ্ছে ইমামি। ক্লাবের লোগোর ব্যাপারেও কোম্পানি শুনেছে সমর্থকদের মনের কথা।
ইস্টবেঙ্গল নামের আগে না পরে, কোথাও যোগ করা হয়নি ইমামি কোম্পানির নাম। ইস্টবেঙ্গল রয়েছে ইস্টবেঙ্গল নামেই। এতদিন সামাজিক মাধ্যমে ইমামি ইস্টবেঙ্গল নামে ছিল সোশ্যাল মিডিয়া (social media) অ্যাকাউন্টের পরিচিত। সেটা পরিবর্তন করা হয়েছে। এখন শুধু ইস্টবেঙ্গল এফসি।

   

লাল হলুদ দলের স্পনসর হিসেবে অতীত অভিজ্ঞতা রয়েছে ইমামির। “আমরা কলকাতার সমর্থকদের আবেগ বুঝি”, এবার বিনিয়োগকারী হিসেবে পথচলা শুরু করার সময় বলেছিলেন কোম্পানির কর্তা। আপাতত কথা রাখছে ইমামি।

প্রিয় ক্লাবের নামের আগে এটিকে যোগ থাকায় যারপরনাই ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকদের অনেকে। এটিকে মোহন বাগানের সাম্প্রতিক ম্যাচেও গ্যালারিতে দেখা গিয়েছিল রিমুভ এটিকে পোস্টার। ক্লাব কর্তার কাছেও এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল একাধিকবার। মাঝে মধ্যে আশার আলো দেখা গেলেও মোহনবাগানের সঙ্গে এখনও যুক্ত রয়েছে এটিকে।

এদিক থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চিন্ত। ক্লাবের নাম সমস্যা তাদের আপাতত নেই। এমনিতেও ইন্ডিয়ান সুপার লিগে ইমামি ইস্টবেঙ্গল নাম নিয়ে লাল হলুদ দল খেলতে পারতো না। গড়া হয়েছিল সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি ছিল কর্তাদের পছন্দ। এবার সোশ্যাল মিডিয়াতেও শুধু নিজের নামেই বিরাজ করবে ইস্টবেঙ্গল।