করোনা পরিস্থিতি কাটিয়ে এবার পূর্ণ উদ্যমে (Durga Puja) দুর্গাপূজা। শারদোৎসবে কলকাতার জনপ্রিয় পূজা প্যান্ডেলে এখন থেকেই ভিড় উপচে পড়ছে। তবে উৎসবের মূল ভীড় শুরু হবে পঞ্চমীর দিন থেকে। চলবে দশমী পর্যন্ত। প্যান্ডেল ও আলোর বাহার দেখতে কলকাতা লাগোয়া শহরতলি, জেলাশহর থেকে দর্শনার্থীরা আসবেন। যাত্রী সুবিধার্থে বিশেষ ট্রেন (Special Train) পরিষেবা থাকছে।
দুর্গাপুজা উপলক্ষ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশন দর্শনার্থী ও যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে, আগামী দোসরা অক্টোবর সপ্তমীর রাত থেকে ৫ অক্টোবর দশমীর রাত পর্যন্ত প্রতিদিন হাওড়া থেকে ব্যান্ডেল জংশন , তারকেশ্বর, এবং বর্ধমান জংশন পর্যন্ত ভায়া মেন ও কর্ড লাইনে মোট ৮ টি EMU স্পেশাল ট্রেন চলবে।
পূর্ব রেল জানাচ্ছে, আগামী ২,৩,৪,৫, ৯ এবং ২৪ অক্টোবর দুপুর তিনটে পর্যন্ত EMU লোকাল রবিবারের সময় সূচি অনুসরণ করবে। তারপর যথারীতি সময় সূচি মেনে চলবে । এছাড়া আগামী ২,৩,৪ও ৫ অক্টোবর 03051 হাওড়া – বর্ধমান ভায়া ব্যান্ডেল MEMU ট্রেন হাওড়া থেকে রাত ১ টা ৫০ মিনিটে ছাড়বে এবং হাওড়া থেকে ব্যান্ডেল এর মধ্যে সব স্টেশনে থামবে বলে পূর্ব রেল সূত্রে খবর।