Sisir Adhikari: বিপাকে শিশির অধিকারী, পৌঁছে গেল সমন

পৌঁছে গেছে সমন। তাতে কড়া নির্দেশ আপনি আগামী ১২ অক্টোবর দেখা করুন। বেলা ১২.৩০ মিনিটে আপনার সাক্ষাতের সময় নির্ধারিত। সমন পেয়েছেন কাঁথির সাংসদ (Sisir Adhikari)…

Sisir Adhikari: বিপাকে শিশির অধিকারী, পৌঁছে গেল সমন

পৌঁছে গেছে সমন। তাতে কড়া নির্দেশ আপনি আগামী ১২ অক্টোবর দেখা করুন। বেলা ১২.৩০ মিনিটে আপনার সাক্ষাতের সময় নির্ধারিত। সমন পেয়েছেন কাঁথির সাংসদ (Sisir Adhikari) শিশির অধিকারী। বর্ষীয়ান সাংসদ কি সমন এড়াবেন উঠছে প্রশ্ন।

Advertisements

সাংসদ শিশির অধিকারী কোন দলের ? তিনি কি তৃণমূল কংগ্রেসে আছেন নাকি বিজেপিতে এই প্রশ্নের উত্তর জানতে চায় লোকসভা প্রিভিলেজ কমিটি। সেই কারণে সমন পাঠানো হয়েছে।

   

গত ২০ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ নিয়ে শুনানির আর্জি জানানো হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে এই আর্জি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাংসদ শিশির অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার প্রমাণ আছে। যদিও শিশির অধিকারী নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisements

বিধানসভা ভোটের আগে শিশির পুত্র শুভেন্দু বিজেপিতে যোগ দেন। এর পর অমিত শাহর উপস্থিতিতে প্রকাশ্য জনসভায় শিশির অধিকারীকে দেখা যায়। তৃণমূলের অভিযোগ তিনি দলত্যাগ করলেও সংসদে জানাননি।