উৎসব একেবারে দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। এরই মাঝে দুর্গাপুজোর আনন্দকে মাটি করতে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। পুজোর কয়েকটা দিন ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস রয়েছে রাজ্যে।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার সৃষ্ট এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে কি না। হাওয়া মোরগ আরও জানাচ্ছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বেশি হবে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরপূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার প্রভাবেই সপ্তমী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া মোরগ জানাচ্ছে, আগামী শনিবার ও রবিবারে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা।