Sports news: সম্প্রতি ৩৩ তম ইস্ট জোন অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল পাটনাতে। প্রতি বছর চ্যাম্পিয়নশিপে বাংলা প্রথম স্থান অধিকার করে, কিন্তু এবার পারফরম্যান্স খুবই খারাপ, তারা তৃতীয় স্থান অর্জন করেছে। বাংলার অ্যাথলেটিক্সের এমন পারফরমেন্সের পর নানা জায়গায় প্রশ্ন উঠে গিয়েছে। সমালোচিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন। এই খারাপ পারফরমেন্সের ময়না তদন্ত করতে গিয়ে
অনেকটা কেঁচো খুঁড়তে কেউটের মত বেরিয়ে এল, ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের এই মুহূর্তে কোনও অফিস নেই। কোন সংস্থার অফিস ছাড়া কিভাবে স্পোর্টসের উন্নতি হয়, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। জানা গেল এনএস রোডে ওয়েস্ট বেঙ্গল অ্যাসসিয়েশনের অফিস ছিল, যদিও সেটি ভাড়ায়। কিন্তু এই অফিসটি ছিল মার্চ-এপ্রিল পর্যন্ত ২০২২ সালের। কিন্তু তারপর থেকে ওয়েস্ট বেঙ্গল এর নির্দিষ্ট কোনও অফিস নেই।
প্রোমোটিং এর জন্য এনএস রোড থেকে উঠে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের অফিস। তারপর এখন অবধি কোনও নির্দিষ্ট অফিস ঘর জোগাড় করতে পারেননি অ্যাসোসিয়েশনের কর্তারা । এটা রীতিমতো ব্যর্থতা বলে মনে করছে ময়দানের ক্রীড়ামহল।সেইসঙ্গে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনকে নিয়েও চিন্তিত করা।
যদিও অফিস না থাকলেও কোনও হেলদোল দেখা যাচ্ছে না অ্যাসোসিয়েশনের কর্তাদের।বিভিন্ন সমস্যার পাশাপাশি বাংলার অ্যাথলেটিক্সের সিলেকশন নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সেই অর্থে তেমন সিলেকশন কমিটি নেই। দল গঠন নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন রয়েছে।