জল্পনার অবসান হতে চলেছে। সম্প্রতি ফুটবল মহলে গুঞ্জন, ইমামি ইস্টবেঙ্গলে (Emami East Bengal) নিশ্চিত হয়েছেন কেরালার জেসিন টিকে। লাল হলুদের মূল দলে যোগ দিতে পারেন তিনি।
জেসিন টিকে ইস্টবেঙ্গলে ইতিমধ্যে নিশ্চিত বলে সোমবার রাত থেকে গুঞ্জন। চলতি বছরের জুলাই নাগাদ এই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। যার অন্যতম কারণ, লাল হলুদ ব্রিগেডের সহকারী কোচ বিনো জর্জ। সন্তোষ ট্রফি জয়ী কেরালা ফুটবল দলের কোচ ছিলেন তিনি। সেই দলের গুরুত্বপূর্ণ ফুটবলার জেসিন। সন্তোষ ট্রফিতে জিতেছিলেন গোল্ডেন বুট।
দল গঠনের বাজারে জল্পনা ছিল, কেরালা থেকে টিকে এবং জিজো জোসেফ ইস্টবেঙ্গলে সই করতে পারেন। এ ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা নিতে পারেন জর্জ। যিনি এখন ইস্টবেঙ্গলের সহকারী কোচ। টিকে, জিজো দুজনেই সন্তোষ ট্রফিতে সাড়া ফেলে দিয়েছিলেন।
জল্পনা বেশ কিছু দিন ধরে চললেও সেটা বাস্তবে হতে দেখা যাচ্ছিল না। লাল হলুদ সমর্থকদের মনেও জেগেছিল প্রশ্ন। অবশেষে মনে করা হচ্ছে যে টিকে ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন। যদিও জোসেফ সম্পর্কে কোনো আপডেট আপাতত পাওয়া যায়নি।