US: মার্কিন যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি ধাক্কা

আকাশে মুখোমুখি ধাক্কা। আর বিকট শব্দে নিচে আতঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্রে (US) দুটি ব্যক্তিগত ছোট বিমানের মুখোমুখি ধাক্কা (Plane collision)  খেয়ে নিচে পড়ল। বেশ কয়েকজন মৃত।…

20 Killed in Plane Crash in South Sudan

আকাশে মুখোমুখি ধাক্কা। আর বিকট শব্দে নিচে আতঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্রে (US) দুটি ব্যক্তিগত ছোট বিমানের মুখোমুখি ধাক্কা (Plane collision)  খেয়ে নিচে পড়ল। বেশ কয়েকজন মৃত।

Advertisements

ফক্স নিউজ জানাচ্ছে, মার্কিন মুলুকের কলোরাডো প্রদেশে হয়েছে বিমান দুর্ঘটনা। কলোরাডোর বোল্ডার কাউন্টির আকাশে এই দুটি বিমানের ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুটি বিমানের ধাক্কায় বিকট শব্দ হয়। কিছু পর স্থানীয় চাষের জমিতে বিমান দুটি ভেঙে পড়ে।

Advertisements
   

বোল্ডার কাউন্টির কার্যালয় বিবৃতিতে জানায়, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ বিমান দুর্ঘটনার খবর পায়। বিমান দুটি হলো সেসনা ১৭২ ও সোনেক্স জেনোস। মূলত অ্যালুমিনিয়ামের হালকা বিমান। এটি বাড়িতেই বানানো যায়। এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।