জমি জট, থানায় ঢুকে হুঁশিয়ারি TMC বিধায়ক হুমায়ুন কবিরের

থানার কাছে জায়গায় কার? তা নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু তৃণমূলের নেতাদের। তাই নিয়ে থানার সামনে বিক্ষোভে বসে পড়েন তৃণমূল কর্মীরা। পুলিশ সঙ্গে কথা কাটাকাটি…

humayun

থানার কাছে জায়গায় কার? তা নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু তৃণমূলের নেতাদের। তাই নিয়ে থানার সামনে বিক্ষোভে বসে পড়েন তৃণমূল কর্মীরা। পুলিশ সঙ্গে কথা কাটাকাটি হয়৷ শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে৷ যেখানে প্রকাশ্যে ওসি বিরুদ্ধে সরব হয়েছেন শাসক দলের বিধায়ক৷

জানা গিয়েছে, শনিবার মুর্শিদাবাদের ভরতপুর থানার সামনেই একটি জায়গা ঘিরছিল ভরতপুর থনার পলিশ। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হন ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম। অভিযোগ, সেখানে উপস্থিত হয়ে তিনি পুলিশের কাজে বাধাও দেন। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ব্লক সভাপতির৷

খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন সালার সার্কেল অফিসার জয়ন্ত শর্মা। সেই সময়েই ঘটনাস্থলে উপস্থিত হয়৷ অফিসার সাগর রানার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। তাঁরাও কথা বলতে শুরু করেন নজরুল ইসলামের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই ঘটনাস্থলে উপস্থিত হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির৷

এদিন থানার সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা৷ সেখান থেকেই বিধায়কের বক্তব্য, তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীদের আমি বিধায়ক হিসাবে বলছি ভরতপুর থানার ওসি যে আচরণ করেছেন, যেভাবে পুলিশের ক্ষমতা দেখাচ্ছেন তা সবাই দেখেছে। ওই জায়গায় আমাদের একটি অস্থায়ী পার্টি অফিস ছিল। আমরা ওখানে স্থায়ীভাবে পার্টি অফিস করতে চেয়েছি। এখন ওসি বলছে এটা নাকি পুলিশের জায়গা।

এর আগে একাধিকবার হুমায়ুন কবিরের কার্যকলাপের জেরে অস্বস্তিতে পড়েছে শাসক দল। এবার থানার ওসির বিরুদ্ধে সরব হতেই আরও অস্বস্তি বেড়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে রাজ্য নেতৃত্ব৷ দলের তরফে বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না, সেটাই দেখার৷