আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে দেব পরিচালিত এবং প্রসেনজিৎ, দেব এবং ইশা সাহা অভিনীত “কাছের মানুষ” (Kacher Manush)। ছবি ট্রেলার কয়েকদিন আগেই মুক্তি পেয়ে গেছে। এবার ছবির আরেকটি গান মুক্তি পেল। গানটি গেয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগাম।
গতকাল সাউথ সিটিতে অনুষ্ঠিত হয়েছিল দেবের পরিচালিত “কাছের মানুষ” ছবির গান ‘মুক্তি দাও’ এর মুক্তির অনুষ্ঠান। মঞ্চ ভরে উঠেছিল রংবেরঙের লাইটে। সাউথ সিটি ভোরে উঠেছিল ভক্তদের ঢলে। একাধিক ক্যামেরার মাঝখান থেকে কাউন্টডাউন এর মধ্য থেকে মঞ্চে উঠে এলেন টলিউডের সুপারস্টার দেব এবং বলিউউডের জনপ্রিয় গায়ক সোনু নিগাম (Sonu Nigam)।
এদিন কলকাতায় এসে মঞ্চে সোনু বলেন, ” গানটার কথাগুলো যখন আমি পড়ি তখন আমার চোখে জল চলে আসে । যদি ভালোবাসো আমায় মুক্তি দাও- এই কথাটা আমার অন্তরে গিয়ে বাঁধে । খুব ভালো কথা এবং সুর । ভালো লাগছে যে মানুষ গানটা আজ থেকেই ভালোবাসতে শুরু করেছে ।”