BJP: বিজেপির লালবাজার অভিযান ঘিরে ফের অশান্তির আশঙ্কা

সম্প্রতি BJP-র নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে রাজ্যে। চলে একে অপরকে কাদা ছোঁড়াছুঁড়ির পালা। এরই মাঝে এবার বিজেপি ডাকা লালবাজার অভিযান ঘিরে সরগরম…

BJP: বিজেপির লালবাজার অভিযান ঘিরে ফের অশান্তির আশঙ্কা

সম্প্রতি BJP-র নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে রাজ্যে। চলে একে অপরকে কাদা ছোঁড়াছুঁড়ির পালা। এরই মাঝে এবার বিজেপি ডাকা লালবাজার অভিযান ঘিরে সরগরম রাজ্যের পরিস্থিতি।

বিজেপি সূত্রে খবর, , বিজেপির উত্তর-দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার তরফে এই লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেইসঙ্গে একাধিক থানা ঘেরাও কর্মসূচি করা হবে দলের তরফে। এই অভিযানে থাকবেন একাধিক হেভিওয়েট নেতৃত্ব। জানা গিয়েছে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লালবাজার ঘেরাও-এর নেতৃত্ব দেবেন। এদিন দুপুর ২টোয় কলেজ স্কোয়ারে দলীয় কর্মীদের নিয়ে জমায়েত করবেন সুকান্ত।

Advertisements
   

এদিকে নবান্ন অভিযানের পর বিজেপির লালবাজার অভিযান ঘিরে ফের একবার অশান্তির আশঙ্কা করছে বিশিষ্ট মহল। যদিও আজকের এই কর্মসূচিতে থাকতে পারবেন না বিজেপি বিধায়করা বলে খবর।