Covid 19: করোনা সংকটকাল শেষ হচ্ছে, বার্তা দিল হু

করোনা (Covid 19)  মহামারির সংকট কাল শেষের পথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, এই মহামারির শেষ দেখা যাচ্ছে। হু প্রধান বলেন,…

করোনা (Covid 19)  মহামারির সংকট কাল শেষের পথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, এই মহামারির শেষ দেখা যাচ্ছে। হু প্রধান বলেন, আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি। তবে মহামারির শেষ দেখা যাচ্ছে।

who

হু প্রধানের এমন বার্তায় স্বস্তি। গত দু বছর ধরে করোনা সংক্রমণের কারণে বিশ্ব জুড়ে ৬০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দু বছর পর হু প্রধান বললেন এই মহামারির সংকট কাল শেষের পথে। এটাই এখন পর্যন্ত সবচেয়ে আশার কথা।

হু জানাচ্ছে, চিনে ২০১৯ সালের শেষ দিকে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৬১ কোটির বেশি। হু আরও জানাচ্ছে, ২০২০ সালের মার্চের পর চলতি বছরে সংক্রমণের গতি সর্বাধিক কম।  গত সপ্তাহে বিশ্বে করোনায় সবচেয়ে কম মৃত্যু হয়েছে। তবে হু প্রধান সব দেশকে সতর্ক থাকতে বলেছেন।