ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) হেডকোচ স্টিফেন কনস্টানটাইন সোমবার কোভিড মুক্ত হয়ে দলের অনুশীলন ক্যাম্পে আসেন। ইস্টবেঙ্গল ক্লাব তাবুর মাঠের হতশ্রী চেহারা দেখে মৃদু অসন্তোষ জাহির করেছেন ক্লাব কর্তাদের কাছে এমনটাই সূত্রে খবর। কাদা মাখা মাঠে অনুশীলন করতে গিয়ে ফুটবলারদের যেকোনো সময়ে পেশিতে টান ধরতে পারে এমন আশঙ্কাও কনস্টাটাইনের গলাতে শোনা গিয়েছে।
আর এই কারণেই, ইস্টবেঙ্গল গ্রাউন্ড থেকে দলের অনুশীলনকে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন লাল হলুদ হেডকোচ স্টিফেন কনস্টাটাইন। সূত্রে খবর, ইস্টবেঙ্গল তাদের অনুশীলনের জন্য নবনির্মিত AIFF এক্সিলেন্স সেন্টার যা রাজারহাটে গড়ে উঠেছে, ওই মাঠ পেতে চাইছে।
AIFF এক্সিলেন্স সেন্টারে মুম্বই সিটি এফসি ডুরান্ড কাপের জন্য তাদের বেস হিসাবে ব্যবহার করছে। ১৮ সেপ্টেম্বর ডুরান্ড কাপ শেষ হওয়ার পরে মাঠটিতে লাল হলুদ ব্রিগেড অনুশীলনে নামতে পারে এমনটাই জানা যাচ্ছে।
প্রসঙ্গত,মহামেডান এসসি, বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি এবং হায়দরাবাস এফসি ডুরান্ড কাপ ২০২২’র সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।