পুজোর মুখে রাজ্যে ভয় ধরাচ্ছে ডেঙ্গু (Dengue)। বাড়ছে মৃত্যু সংখ্যাও। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার কলকাতার (Kolkata) হরিদেবপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।
আর এই নিয়ে কলকাতায় এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। সেইসঙ্গে ডেঙ্গু মোকাবিলায় সোমবার জরুরি বৈঠক ডেকেছে পুরসভা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমান সময়ে বর্তমানে বাংলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ১০ হাজারে। রবিবারই রাজ্য একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। তাঁদের মধ্যে ২৮৮ জন ভর্তি হয়েছেন সরকারি হাসপাতালে বলে খবর।
ভয় ধরাচ্ছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ । আজকের পুরসভার তরফে ডাকা বৈঠকে হাজির থাকতে পারেন মেয়র ফিরহাদ হাকিম, হেলথ সেক্রেটারি নারায়ণস্বরূপ নিগম, পৌরসভার স্বাস্থ্য উপদেষ্টা ডঃ শান্তনু সেন।