Murshidabad: ‘এত টাকা খাওয়া অসহ্য’, মমতার নামে ধুয়ো তুলে বাম শিবিরে শতাধিক

ফের মুর্শিদাবাদে (Murshidabad) ভাঙন তৃণমূল কংগ্রেসে (TMC)। ক্রমে এই জেলায় বাম শিবিরে ভিড় বাড়ছে। রবিবার শতাধিক টিএমসি সমর্থক যোগ দিলেন সিপিআইএমে (CPIM)। বড়ঞার বিপ্রশিখর অঞ্চলের…

short-samachar

ফের মুর্শিদাবাদে (Murshidabad) ভাঙন তৃণমূল কংগ্রেসে (TMC)। ক্রমে এই জেলায় বাম শিবিরে ভিড় বাড়ছে। রবিবার শতাধিক টিএমসি সমর্থক যোগ দিলেন সিপিআইএমে (CPIM)। বড়ঞার বিপ্রশিখর অঞ্চলের একপাহাড়ি গ্ৰাম জুড়ে চলছে মমতার নামে ধুয়ো।

   

দলত্যাগীরা জানিয়েছেন, তৃ়ণমূলের এত টাকা খাওয়া সহ্য হচ্ছেনা। সিপিআইএম অনেক সিস্টেমে চলে। দুর্নীতির অভিযোগ নেই। শিক্ষাব্যবস্থাকে মেরে ফেলা হচ্ছে৷ একমাত্র সিপিআইএম রাজ্যে গঠনমূলক সরকার চালাতে পারবে৷

গত বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে জেলায় বিপুল জয় হয় তৃণমূলের৷ মুর্শিদাবাদ ও মালদহের ফলাফল দেখে আপ্লুত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বছর ঘুরতেই বদলে গেছে রাজনৈতিক পটচিত্র৷ তৃ়ণমূল দখলে থাকা পঞ্চায়েত হাতছাড়া হয়েছে।

তৃ়ণমূল ত্যাগ করা নব্য বাম সমর্থকরা বলছেন নেতাদের কর্মকাণ্ড মোটেই মেনে নেওয়া যাচ্ছেনা। তাঁদের বক্তব্য, কটামানি নেওয়া নেতাদের দল ছেড়ে দেওয়াই ভালো৷ 

বাম আমলে কংগ্রেসের দাপট ছিল এই জেলায়। পরে কংগ্রেস থেকে তৃণমূলের রমরমা হয়৷ এবার মুর্শিদাবাদে পালাবদলের আভাস পাচ্ছে আলিমুদ্দিন। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় দলবদল বামেদের জন্য অক্সিজেন। আবার তৃণমূলের জন্য এটা অস্বস্তির কারণ৷