Shantiniketan: বৃষ্টিতে ভাঙল ঐতিহ্যবাহী ছাতিমতলার গাছ, শান্তিনিকেতনের মন খারাপ

দফায় দফায় বৃষ্টিতে গাছ পড়ে সম্পূর্ণ ভেঙে পড়ল ঐতিহ্যবাহীছাতিমতলা।শান্তিনিকেতন (Shantiniketan) ব্রহ্ম আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার সূচনা এই ছাতিমতলাকে ঘিরেই৷ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাধনার পীঠস্থানও এটি৷…

দফায় দফায় বৃষ্টিতে গাছ পড়ে সম্পূর্ণ ভেঙে পড়ল ঐতিহ্যবাহীছাতিমতলা।শান্তিনিকেতন (Shantiniketan) ব্রহ্ম আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার সূচনা এই ছাতিমতলাকে ঘিরেই৷ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাধনার পীঠস্থানও এটি৷

শান্তিনিকেতনের এই ছাতিমতলার ইতিহাস নিয়ে বহু মতান্তর রয়েছে৷শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার পরে এই ছাতিমতলাতেই উপাসনা করতেন তিনি৷

শনিবার বৃষ্টিতে এই ছাতিমতলার বেদির দুদিকে থাকা শাল গাছ ভেঙে যায় ৷ক্ষতিগ্রস্ত হয় ঐতিহ্যবাহী ছাতিমতলা। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ছাতিমতলার সংস্কারের কাজে হাত দেবে ৷

১৮৬২ সালে ব্রাহ্ম সমাজের প্রয়াসের জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে অজয় নদের তীরে রায়পুরের সিংহ বাড়িতে এসেছিলেন৷ যাওয়ার সময় দু’টি ছাতিমগাছের নীচে বিশ্রাম নেন তিনি। প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম এই পরিবেশটি তাঁকে আকর্ষণ করে ৷

রবীন্দ্রনাথের জন্মদিন ও প্রয়াণ দিবসে বিশেষ উপাসনার ব্যবস্থা করা হয় এখানে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই ছাতিমতলা খুবই তাৎপর্যপূর্ণ ৷