অনুমতি মেলেনি মিছিলের, সিজিও ঘিরতে ঝাঁপাচ্ছে সিপিআইএম

বেলাগাম দুর্নীতির বিরুদ্ধে শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে বামফ্রন্ট৷ কিন্তু সেই মিছিলে এখনও অবধি অনুমতি মেলেনি। এমনটাই সূত্রে খবর৷ উত্তপ্ত হতে চলেছে বিধাননগরের এই…

অনুমতি মেলেনি মিছিলের, সিজিও ঘিরতে ঝাঁপাচ্ছে সিপিআইএম

বেলাগাম দুর্নীতির বিরুদ্ধে শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে বামফ্রন্ট৷ কিন্তু সেই মিছিলে এখনও অবধি অনুমতি মেলেনি। এমনটাই সূত্রে খবর৷ উত্তপ্ত হতে চলেছে বিধাননগরের এই গুরুত্বপূর্ণ স্থান।

Advertisements

উল্লেখ্য, রাজ্যজুড়ে শাসক দলের একাধিক নেতাদের নাম জড়াচ্ছে ক্রমাগত। তারই প্রতিবাদে নিয়মিত জেলায় জেলায় চোর ধরো, জেল ভরো কর্মসূচি পালন করছে বামেরা৷ লাগাতার আন্দোলনের মাধ্যমে মানুষের জনমত পুনরায় আদায় করতে মরিয়া আলিমুদ্দিন। আগামীকালের মিছিল বামেদের জন্য ইতিবাচক কি না, তার আগে বিধাননগর কমিশনারেটের তরফে মেলেনি অনুমতি৷

   

এদিন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আমরা, বামফ্রন্ট তিনটে মিছিল করে জড়ো হবো ইডি ও সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে৷ দেশব্যাপী সাধারণভাবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, মানুষের যে দাবি সেগুলো নিয়ে, আমাদের এখানে যে নিয়োগ দুর্নীতি, তার মধ্যে যে চোর ধরো, জেল ভরো অভিযান চলছে, সেখানে অনেক চোর এখনও দাপট দেখানোর চেষ্টা করছে৷

Advertisements

বর্ষীয়ান বাম নেতার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলছে নির্লজ্জের মতো বীর হিসেবে অনুব্রতকে বীর বলে সাজিয়ে বের করে নিয়ে আসতে হবে। তার মানে এই যে দুর্নীতিগ্রস্ত, মস্তান বাহিনী, এই যে লুঠেরাদের রাজত্ব চলছে, এটা আসলে ভোট পাইয়ে দেওয়ার ব্যবস্থা। বিজেপি এই চোর যোচ্চরদের দলে টানছে৷ আমরা বলছি চোর ধরো, জেল ভরো৷ ওরা বলছে ইডি সিবিআই লেলিয়ে দাও, বিজেপিতে ভরো৷ আমরা চাই বিজেপি হোক অথবা তৃণমূল, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ আন্দোলনের তেজ আরও বাড়াতে হবে৷