TRP: টিআরপি তালিকায় প্রথম তিনে নেই মিঠাই, কে পেলো শীর্ষ স্থান 

  Advertisements আজ বৃহস্পতিবার, আর প্রতি সপ্তাহের মত এই সপ্তাহে আজ প্রত্যেক টেলিভিশন শো গুলোর টিআরপি (TRP) তালিকা বেরোনোর দিন। তবে আজ ঐ তালিকায় অনেকটা…

Adrit Roy Mithai

 

Advertisements

আজ বৃহস্পতিবার, আর প্রতি সপ্তাহের মত এই সপ্তাহে আজ প্রত্যেক টেলিভিশন শো গুলোর টিআরপি (TRP) তালিকা বেরোনোর দিন। তবে আজ ঐ তালিকায় অনেকটা হেরফের হয়েছে। বহুদিন পর এই সপ্তাহে মিঠাইয়ের স্থান টিআরপি তালিকার প্রথম তিনে নেই।

   

স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া আবার তার পুরনো স্থান ফিরে পেয়েছে এই সপ্তাহে। তার প্রাপ্ত নম্বর ৮.২। গত সপ্তাহে প্রথম স্থানে থাকা গৌরী এলো এই সপ্তাহে ৮.০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে নেমে এসছে। ৭.৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আলতা ফড়িং।

Advertisements

নতুন ভিলেন এসেও মিঠাইয়ের স্থান প্রথম তিনে নেই। ৭.২ পেয়ে চতুর্থ স্থানে মিঠাই।৭.১ পেয়ে প়ঞ্চম স্থানে ‘ধুলোকণা’। ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার সে পেয়েছে ৬.৮। সপ্তম স্থান দখল করেছে ধূলিকণা । তার প্রাপ্ত নম্বর ৬.৪। অষ্টম ও নবম স্থানে রয়েছে সাহেবের চিঠি এবং খেলনা বাড়ি। তাদের দুজনেরই প্রাপ্ত নম্বর ৫.৯। কিছুদিন আগে শুরু হয়েও মাধবীলতা ধারাবাহিকটি প্রথম দশে জায়গা করেছে। দশম স্থান অধিকার করে তার প্রাপ্ত নম্বর ৫.৭।