বাংলা টিভি সিরিয়ালে মিতুল হয়ে ওঠার জন্য, বড় পর্দায় কাজের সুযোগ হারান আরত্রিকা

আরাত্রিকা মাইতি (Aratrika Maity), এই নামে তাকে অনেকে না চিনলেও মিতুল পাল বললে বাংলা টেলিভিশনপ্রেমীরা তাকে চিনবেন। জি বাংলার বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক “খেলনা বাড়ি”র মুখ্য…

short-samachar

আরাত্রিকা মাইতি (Aratrika Maity), এই নামে তাকে অনেকে না চিনলেও মিতুল পাল বললে বাংলা টেলিভিশনপ্রেমীরা তাকে চিনবেন। জি বাংলার বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক “খেলনা বাড়ি”র মুখ্য নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

   

এর আগে তাকে দেখতে পাওয়া গেছিল জি বাংলার আরও একটু ধারাবাহিক “রানী রাসমণি” তে। সেখানে তিনি খুব ছোট একটি চরিত্রে অভিনয় করেন। এবং তারপরে সান বাংলার একটি ধারাবাহিক “অগ্নিশিখাতে” শিখার চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। সেই চরিত্রে অভিনয় করে সে বাঙালি দর্শকের মনে দাগ কেটে দেয়। এই ধারাবাহিকটি শেষ হওয়ার পর পরই তিনি সুযোগ পেয়ে যান জি বাংলার “খেলনা বাড়ি” ধারাবাহিকের মুখ্য চরিত্রের জন্য।

যে সময় তিনি “খেলনা বাড়ির” মুখ্য চরিত্রে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন সেই সময় তার বড় পর্দাতে অভিনয় করার জন্য ডাক আসে। কিন্তু যেহেতু খেলনা বাড়ির প্রমো ততদিনে শুট হয়ে গেছে এবং ধারাবাহিকের শুটিংয়ের কথাবার্তা অনেকদূর এগিয়ে গেছে তাই জন্য তাকে বড় পর্দায় কাজের সুযোগ ফিরিয়ে দিতে হয়। তবে পরবর্তীকালে বড় পর্দায় অভিনয় করার ইচ্ছা রয়েছে আরাত্রিকার।