Rainfall: নেপথ্যে নিম্নচাপ, দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দু এক পশলা বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তীব্র তাপদাহে পুড়ছে একাধিক জেলা। সেইসঙ্গে তীব্র গরম পড়েছে কলকাতাতেও। যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো…

Rainfall: নেপথ্যে নিম্নচাপ, দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দু এক পশলা বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তীব্র তাপদাহে পুড়ছে একাধিক জেলা। সেইসঙ্গে তীব্র গরম পড়েছে কলকাতাতেও। যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ‘বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির(Rainfall) সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গে।’

সেইসঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথাও জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হাওয়া মোরগের মতে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে। আকাশ মেঘলা থাকবে। এছাড়া কলকাতার কোনও কোনও অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

Advertisements

যদিও কিছুটা স্বস্তি দিয়ে হাওয়া অফিস জানাচ্ছে,  পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে। যার জেরে আগামী শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে।