ম্যাচ শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় তেমন চর্চা ছিল না। চর্চা শুরু হয়েছে ম্যাচ শেষ হওয়ার পর, স্কোরলাইন দেখে। এক প্রস্তুতি ম্যাচে এক ডজন গোল করেছে জামশেদপুর ফুটবল ক্লাব। তিনটি গোল করেছেন ড্যানিয়েল চিমা (Daniel Chima Chukwu)।
শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল সই করিয়েছিল ড্যানিয়েল চিমা চুকুউকে। লাল হলুদ সমর্থকরা অত্যন্ত আশাবাদী ছিলেন তাঁকে নিয়ে। কিন্তু কোথায় কি! ইস্টবেঙ্গলের হয়ে ফ্লপ চিমা। একাধিক গোল হাতছাড়া, উঠে গিয়েছিল ফিটনেস নিয়ে প্রশ্ন। শেষ পর্যন্ত কলকাতার এই শতাব্দী প্রাচীন তাঁবু থেকে তাঁর প্রস্থান।
চিমার দল পেতে দেরি হয়নি। শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল থেকে রিলিজ হওয়ার পরেও তিনি পারি দিয়েছিলেন ইস্পাত নগরী জামশেদপুরে। সই করেছিলেন সেখানকার ইন্ডিয়ান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি ক্লাবে। দল বদল করার পর চিমারও ফর্ম বদল। জামশেদপুর ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন ধারাবাহিক ম্যাচ। করেছেন গোল, জিতেছেন শিল্ড।
নতুন মরসুমেও চিমাকে দলে রেখেছে জামশেদপুর ফুটবল ক্লাব। টাটা স্টিলের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে পূর্ণ শক্তি দল মাঠে নামিয়েছিল জামশেদপুর। ১২-০ গোলে জিতেছে দল। হ্যাটট্রিক করেছেন ড্যানিয়েল চিমা। চার গোল নবাগত বিদেশি জেট-এর। ঈশান পান্ডিতিয়াও তিন গোল করেছেন।