ডিফেন্ডার Gursimrat Singh Gill – কে দলে নিয়ে চমক দিল Mumbai City FC। ২৫ বছর বয়সী এই ফুটবলার এক বছরের চুক্তি’তে এই দলে এসেছে।
Chandigarh Football Academy – এর ইউথ প্রোডাক্ট পরবর্তী সময়ে AIFF Elite Academy তে যোগদান করে।২০১৬ সালে যোগদান করেন Bengaluru FC – তে।এএফসি কাপ এবং দলের ফেডারেশন কাপ জয়ী দলের সদস্য ছিলো।এরপর NorthEast United – এ যোগদান করেন।ফের ফিরে আসেন মুম্বই’তে।
দ্বিতীয় দফায় দুই মরশুম বেঙ্গালুরু’তে ছিলেন।এরমধ্যে ২০১৮-১৯ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ান হয়েছিল।২০২০ -২১ মরশুমে আইলিগের ক্লাব সুদেভা দিল্লিতে।পরের বছর আসেন মোহনবাগানে।
দলে যোগ দেওয়ার পর তিনি বলেছেন, ” মুম্বই সিটির মাপে একটা ক্লাবে যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে।এটা আমার কেরিয়ারের এমন একটা পর্ব যেখানে একেবারে সর্বোচ্চ পর্যায়ে খেলতে হবে,আর মুম্বই আমাকে সেই সুযোগ টা করে দিয়েছে।ক্লাব,কোচ, স্টাফ’রা আমার উপর ভরসা রাখায়,আমি খুব খুশি।আমি প্রতিদিন নিজের সেরাটা দেওয়া চেষ্টা করবো।”