এইমুহুর্তে এটিকে মোহনবাগানের খেলায় যাবতীয় উপকরণ মজুদ। রক্ষণ অটুট। আক্রমণ ঠিকঠাক, শুধু নিয়মিত ভাবে আসছে না বহু প্রতিক্ষিত গোল।কিন্তু এক্ষেত্রে এবার আশ্বস্ত হচ্ছেন সবুজ মেরুন সমর্থক’রা, দিমিত্রি পেত্রেতোসের (Dimitri Petratos) আগমনে।
সমর্থক’দের বিশ্বাস এই অস্ট্রেলিয়ার বিশ্বকাপার’ই আগামী দিনে ত্রাতা হয়ে উঠতে চলেছে সবুজ মেরুন শিবিরের।দিন তিনেক কেটে গেছে তার কলকাতায় পা রাখার পর।এখন অজি ফুটবলার নিজে দিন গুনছেন কবে মাঠে নামবেন।
ক্লাব তাঁবুতে এসে প্রথম দিন সবার সাথে আলাপ সারলেন । পরের দিন নেভির বিরুদ্ধে ম্যাচ থাকায় সেই দিন আর মাঠের নামার কোনও সুযোগ ছিলো না। তবে ফাঁকা বসে থাকেননি পেত্রেতোস।কোচ জুয়ান ফেরান্দো”কে বলেন তাকে আলাদা করে ট্রেনিং দেওয়া হোক ।ফেরান্দো দলের ফিটনেস ট্রেনারের সাথে কথা বলেন,ট্রেনার সেই অনুযায়ী ব্যবস্থা করেন।
আর্মি’র বিরুদ্ধে ম্যাচের পরের দিন ছুঁটি ছিলো তাঁবুতে।কিন্তু পেত্রেতোস হাজির হন মাঠে।তিনি কোনও ছুঁটি নেননি।তবে পুরোদমে অনুশীলনে নামবেন তিনি শুক্রবার থেকে।