Abdul Hakku Nediyodath, ফুটবল মহলে তিনি ‘হাক্কু’ নামেই পরিচিত।২৭ বছর বয়সী কেরালার এই ডিফেন্ডার’কে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল,এমনটাই শোনা যাচ্ছে।
তিরুর স্পোর্টস এ্যাকাডেমি’তে কেরিয়ার শুরু করা এই ফুটবলার পরবর্তী সময়ে ডিএসকে শিবাজীয়ান্সের যুব দলে যোগ দিয়েছিলেন।২০১৬ সালে সিনিয়র দলে সুযোগ পান,এবং প্রথম ম্যাচ টাই খেলেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে।সেই ম্যাচ হলুদ কার্ড দেখেন তিনি, তার দল হারে ১-০ গোলে।
এরপর ফাতেহ হায়দ্রাবাদের হয়ে আইলিগের সেকেন্ড ডিভিশন খেলেছিলেন,২০১৭ সালে আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডে খেলার সুযোগ পান,জামশেদপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেরা উঠতি পুরস্কার পেয়েছিলেন।
২০১৮ সালে নিজ রাজ্যের আইএসএল ক্লাব কেরল ব্লাস্টার্সে খেলার সুযোগ পেয়েছিলেন।যদিও খুব বেশি একটা খেলার সুযোগ পাননি।গত মরশুমে গোকুলাম কেরালায় লোনে যোগ দিয়েছিলেন, আইলিগ চ্যাম্পিয়ান’দের হয়ে ৫ ম্যাচ খেলার সুযোগ পান।লাল হলুদে তিনি নিজেকে কতোটা মেলে ধরতে পারেন,এখন সেটাই দেখার বিষয়।