PIL: মমতা পরিবারের সম্পত্তির হিসেব চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  পরিবারের সম্পত্তির হিসেব চাই। এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হলো। মামলা করলেন…

Mamata banarjee

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  পরিবারের সম্পত্তির হিসেব চাই। এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হলো। মামলা করলেন বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারি। তাৎপর্যপূর্ণ তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়নি।

Advertisements

এবিষয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, কুণাল ঘোষ একসময় বলেছিলেন, সারদার সব টাকা রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে। সেই টাকাই বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার হচ্ছে । এছাড়াও আবেদনে দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। তারা বিপুল টাকার সম্পত্তি জলের দামে কিনছে বলে অভিযোগ।

   

এই মামলাতেই কার্তিক বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায়দের নাম যুক্ত করা হয়েছে। পাশাপাশি ইডি,সিবিআই ও আইটিকে দিয়ে তদন্ত করার আবেদনও করা হয়েছে।

এর আগে ১৯ জন তৃণমূলের নেতাদের সম্পত্তির বৃদ্ধি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, জাভেদ আহমেদ খান, অরূপ রায়, অর্জুন সিং, সব্যাসাচী দত্ত, শিউলি সাহা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, ইকবাল আহমেদ, রাজীব বন্দ্যোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লা ও স্বর্ণকমল সাহাদের নাম। সেই মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Advertisements

এরপরে ২৪ জন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধেও সম্পত্তি বৃদ্ধির মামলা দায়ের করা হয়। সেই তালিকায় বাদ যাননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, জগত প্রকাশ নাড্ডার নাম। এছাড়াও রয়েছে, রূপা গঙ্গোপাধ্যায়, স্মৃতি ইরানি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, মনোজ কুমার ওরাও, আব্দুল মান্নান, মিহির গোস্বামী, সমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অনুপম হাজরা, জীতেন্দ্র তিওয়ারি, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকারের নাম।

বিরোধী তালিকায় নাম আছে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও দলীয় নেতা সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্যের নাম।