Pradip Mukherjee: প্রয়াত ‘জন অরণ্য’ খ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়

আবারো বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া, প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee) । মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। জানা গিয়েছে, রক্তে…

Pradip Mukherjee: প্রয়াত 'জন অরণ্য' খ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়

আবারো বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া, প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee) । মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।

জানা গিয়েছে, রক্তে বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে এই বর্ষীয়ান অভিনেতার। অভিনেতার পরিবার সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ নিয়ে সম্প্রতি নাগেরবাজারের দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। এরপর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় রবিবারই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। সোমবার সকালে ৮:১৫ নাগাদ পৃথিবী থেকে বিদায় নেন এই বর্ষীয়ান অভিনেতা। অভিনেতার এহেন প্রয়াণে আবারও বাংলা চলচ্চিত্র দুনিয়া যে অভিভাবক হারা হল তা আর বলার অপেক্ষা রাখে না।

   

মূলধারার বাংলা চলচ্চিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত না হলেও, প্রদীপ মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের জন আরণ্য, বুদ্ধদেব দাশগুপ্তের দুরাটওয়া এবং ঋতুপর্ণ ঘোষের উত্সবের মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন।