নিউজ ডেস্ক: ভবানীপুরের ভোটের আগেই কি ফের বিজেপিতে ধ্বস ? অন্তত তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের টুইট থেকে এমনই গুঞ্জন ছড়াচ্ছে। কুনাল ঘোষ টুইটে বিজেপি নেত্রী সাংসদ লকেট চ্যাটার্জিকে ভবানীপুরে প্রচার না করার জন্য ধন্যবাদ জানান। তিনি লিখেছেন-দুনিয়া ছোট।
কেন ‘দুনিয়া ছোট’ এই শব্দ লিখলেন কুনাল ঘোষ ? এখানেই জল্পনা প্রবল। কারণ বাম জমানায় সিঙ্গুরে টাটা কারখানার জমি নিয়ে বিরোধিতার সময়ে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা যেত লকেটকে। এমনকি মমতার ‘বিখ্যাত’ অনশন মঞ্চেও লকেট গিয়েছিলেন। পরে তিনি বিজেপির নেত্রী হন। প্রাক্তন রাজ্য সভাপতির বাইকে চড়ে দেদার জনসভা করেছেন।
দিলীপ ঘোষকে সম্প্রতি রাজ্য বিজেপির পদ থেকে অপসারিত করা হয়েছে। লকেট যে এর পরেই টার্গেট হবেন তা স্পষ্ট। গুঞ্জন লকেট গোপনে যোগাযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল কংগ্রেস তাদের ‘পুরনো বন্ধু’ লকেট চট্টোপাধ্যায়কে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে। যে কোনও সময় রাজ্য বিজেপিতে আরেকটি সাংসদ কমবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
www.ekolkata24 সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে ‘বিজয়ার পরেই বঙ্গ বিজেপিতে ‘বিচ্ছেদ সুর’ চড়া হচ্ছে’ এই শিরোনামে। তাতে সাংসদ লকেট যে দলত্যাগ করতে চলেছেন তারই ইঙ্গিত দিয়েছি আমরা। সোমবার কুনাল ঘোষের টুইট থেকে তেমনই ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে। লকেট চট্টোপাধ্যায় নীরব। তেমনই নীরব রূপা গাঙ্গুলী। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাবে রূপা যে কোনও দিন…!
সূত্রের খবর, আসন্ন শারোদতসবের পর বিজয়া পালন করেই বিচ্ছেদ টানতে চলেছেন বিজেপি সাংসদ বিধায়করা। তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা বীরভূম জেলার দলীয় সভাপতি অনুব্রত মন্ডল (কেষ্ট) জানিয়েছেন, ভয়ঙ্কর খেলা হবে। মমতা ব্যানার্জি ভয়ঙ্কর খেলা খেলবেন।