BJP: দ্রুত তদন্ত করলে আরও বেশি গ্রেফতার হতো, এবার সিবিআই নিয়ে ক্ষুব্ধ সুকান্ত

সিবিআই (CBI)  নিয়ে এবার ক্ষোভ বিজেপি (BJP) রাজ্য সভাপতি (Sukanta Majumdar) সুকান্ত মজুমদারের। তিনিও কি দিলীপ ঘোষের মতো  দিল্লির নেতাদের ধমক খাবেন? চলছে আলোচনা। সুকান্ত …

Sukanta Majumdar Breaks Silence on Dilip Ghosh's Viral Video Scandal

সিবিআই (CBI)  নিয়ে এবার ক্ষোভ বিজেপি (BJP) রাজ্য সভাপতি (Sukanta Majumdar) সুকান্ত মজুমদারের। তিনিও কি দিলীপ ঘোষের মতো  দিল্লির নেতাদের ধমক খাবেন? চলছে আলোচনা। সুকান্ত  বলেন, সিবিআই দ্রুত তদন্ত করলে আরও বেশি গ্রেফতার হতো।

হঠাৎ সিবিআই তদন্ত নিয়ে রাজ্য বিজেপি সভাপতি ক্ষোভ দেখানোয় রাজনৈতিক মহল সরগরম। কারণ এর আগে ‘সিবিআই সেটিং’ ইস্যু তুলে বিতর্ক তৈরি করেছেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। পরে তাঁকে কিছু উপদেশ দেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। এরপর থেকে ফের সিবিআই প্রশংসা করছেন দিলীপ ঘোষ।

   

তবে এবার সুকান্ত মজুমদার বেসুরো। ভোট পরবর্তী হিংসার ঘটনায় শুক্রবার তিন তৃণমূল নেতাকে গ্রেফতার করে সিবিআই। প্রত্যেকেই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে জানা গেছে। গোরু পাচারের সঙ্গে তাদের সংযোগ মিলেছে। এই প্রসঙ্গেই সিবিআইয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার।

Advertisements

বিজেপি রাজ্য সভাপতি বলেন, অনেক দিন হয়ে গেল, এক বছর পার হয়ে গিয়েছে। এত দেরি করে গ্রেফতার হচ্ছে। সিবিআইয়ের তৎপরতা আরও দ্রুত হলে আমরা খুশি হব।

এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন, সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না। বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। কতজনকে সাজা দিয়েছে সিবিআই? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই। আমরাও তাদের বিশ্বাস করেছিলাম।কিন্তু ন্যায় মেলেনি। এখন আবার ইডির ওপর আস্থা রেখে দিলীপ ঘোষের মন্তব্য, সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি নিজেদের প্রমাণ করেছে। এখন সুকান্ত মজুমদারের বক্তব্যের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে।