দোরগোড়ায় ডার্বি। তার আগে ইস্টবেঙ্গল (Eamami East Bengal) সমর্থকদের জন্য সুখবর। রেজিষ্টার করা হয় গিয়েছে নবাগত বিদেশি চারামবালাবস কিরিয়াকুকে।
প্রায় আড়াই বছর পর কলকাতায় ডার্বি। মুখোমুখি হবে এটিকে মোহন বাগান এবং ইমামি ইস্টবেঙ্গল। দুই দলই দারুণ ছন্দে রয়েছে এমনটা বলা যাচ্ছে না। মরসুম পুরো দমে শুরু হওয়ার আগে নিজেদের খেলা আরও ঘষেমেজে নিচ্ছে দুই দল।
ডুরান্ড কাপে এটিকে মোহন বাগান ও ইমামি ইস্টবেঙ্গল এখনও জয় পায়নি। বুধবার মুম্বই সিটির বিরুদ্ধে ড্র করেছে বাগান। বিদেশি সহ তারকা ভারতীয়দের মাঠে নামিয়েও জিততে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। অন্য দিকে প্রতিযোগিতার প্রথম ম্যাচে সমর্থকদের অনেকটা আশা জুগিয়েছে ইস্টবেঙ্গলের খেলা। অল্প দিনের অনুশীলনের পর মাঠে নেমেছিল দল।
বিদেশি ফুটবলাররা কলকাতায় প্রবেশ করলেও এখনও প্রথম একাদশে তাঁদের রাখা সম্ভব হয়নি। এদিন সন্ধ্যায় জানা গিয়েছে, সাইপ্রাসের জাতীয় দলের ডিফেন্ডার কিরিয়াকুর নাম নথিভুক্ত হয়ে গিয়েছে। ফলে কোচ মনে করলে আগামী দিনে তাঁকে মাঠে নামাতে পারবেন। ভারতীয় ব্রিগেডের সঙ্গে বিদেশি ফুটবলার যুক্ত হওয়ার পর লাল হলুদ সমর্থকদের প্রত্যাশা আরও একটু যে বাড়বে তা বলাই বাহুল্য।