মরসুম শুরু হতে না হতেই ইমামি ইস্টবেঙ্গলে (Emami East Bengal) চোট সমস্যা। সার্থক গোলই, নাওরেম মহেশদের চোট নিয়ে শঙ্কিত ইস্টবেঙ্গল সমর্থকরা। এরই মধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন ক্লাবের নতুন গোলকিপার কোচ।
স্টিফেন কনস্টানটাইন কলকাতার আসার দিন থেকেই মাঠে নেমে পড়েছিলন। কোনো সাপোর্ট স্টাফ ছাড়াই অনুশীলন করাচ্ছেন তিনি এবং অপর কোচ বিনো জর্জ। অনুশীলন চালানোর সময়েই উঠে এসেছিল চোট সমস্যার কথা।
ডুরান্ড কাপের প্রথম ম্যাচের পর লাল হলুদ সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছেন নাওরেম মহেশ। একজন চিকিৎসক তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গিয়েছিল। যদিও তাঁকেই ক্লাব পাকাপাকিভাবে নিয়োগ করেছে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি। মহেশের মতো সার্থক গোলুইয়কে নিয়েও
আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যে কলকাতায় পা রেখেছেন ইমামি ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ। মঙ্গলবার সকালে শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ান গোলরক্ষক কোচ প্যাটারসনের নাম। তিনি ইতিমধ্যে শহরে এসেছে পৌঁছেছেন। খুব তাড়াতাড়ি কোচের অন্যান্য সহকারীদের নিশ্চিত করা হবে বলে আশা সমর্থকদের।