গতবার চার্চিলের হয়ে আই লিগ (Calcutta Football League) খেলেছিলেন বাংলার গোলকিপার শিলটন পাল। এবারও চার্চিলের হয়ে আই লিগে খেলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আরও দু তিনটে ক্লাবের সঙ্গেও কথাবার্তা বলছেন শিলটন।
সম্ভবতএবারও চার্চিলের হয়ে আই লিগে খেলবেন তিনি। কলকাতায় খেলার কোন পরিকল্পনা আছে কিনা জিজ্ঞাসা করা হলে শিলটন বলেন,‘ কলকাতায় খেলার কোন পরিকল্পনা নেই। কারণ কলকাতার দলগুলো ইতিমধ্যেই গুছিয়ে নিয়েছে। দল তৈরি হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে এই বছর অন্তত কলকাতায় খেলা আমার হচ্ছে না। তবে চেষ্টা করব যাতে আগামী বছর কলকাতায় খেলা যায়।কলকাতায় খেলার ইচ্ছা তো সবারই থাকে।’
কলকাতা লিগে খেলার কোনও ইচ্ছা আছে কিনা জিজ্ঞাসা করা হলে একদা মোহনবাগানের অন্যতম সেরা গোলরক্ষক বলেন, ‘কলকাতা লিগে খেলার কোনও পরিকল্পনা নেই। কলকাতা লিগের দু তিনটে ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করেছিল। নাম বলতে চাই না। কিন্তু ওদের সরাসরি না বলে দিয়েছি। আমি কলকাতা লিগে খেলতে চাই না’
এই মুহূর্তে কোচিং নিয়েও তেমন পরিকল্পনা নেই । শুধুমাত্র ব্যবসা এবং আই লিগে খেলাকেই ফোকাস করে রেখেছেন শিলটন।