সম্প্রতি আম আদমি পার্টির নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে CBI-এর টিম হানা দেয়। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন এই আপ নেতা। তিনি (Manish Sisodia) দাবি করেছেন, বিজেপির কাছ থেকে তিনি দলে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন।
টুইটে তিনি দাবি করেছেন, বিজেপি তাঁকে আপ ভেঙে দলে যোগ দেওয়ার বার্তা দিয়েছে। টুইটে সিসোদিয়ার দাবি, বিজেপি তাঁকে পাঠানো মেসেজে বলেছে, তিনি যদি তা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে সিবিআই-ইডির তদন্ত বন্ধ করিয়ে দেওয়া হবে।
আপ নেতা টুইট করেন, ‘আমি বিজেপির মেসেজ পেয়েছি- ‘আপ’ ভেঙে বিজেপিতে আসুন, সিবিআই ইডি-র সব মামলা বন্ধ করে দেব।’ তিনি বলেন, ‘বিজেপিকে আমার জবাব— আমি মহারাণা প্রতাপের বংশধর, আমি রাজপুত। আমি আমার মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করব না। আমার বিরুদ্ধে আনা সব মামলাই মিথ্যা।’
আপ নেতার এই দাবি এমন এক সময়ে এসেছে যখন দিল্লিতে নতুন আবগারি নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। তিনি কথিত কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত। সিবিআই এই মামলায় প্রায় ১৩ জনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে। বিজেপির দাবি, এই আবগারি নীতির মাধ্যমে আম আদমি পার্টি তাদের নিকটজনদের সুবিধা করে দেয়, যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ে দিল্লি সরকার।
গুরুতর অভিযোগ তুলল বিজেপি দিল্লির বিজেপি প্রধান আদর্শ গুপ্ত রবিবার সাংবাদিক বৈঠক করে আপ নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন, ‘স্বাধীন ভারতে এই প্রথম দেখা গেল তিনি শিক্ষামন্ত্রী এবং তিনি মদমন্ত্রী। কেজরিওয়াল সরকারের নতুন আবগারি নীতি নয়, এটি একটি পাপী নীতি, এটি একটি দুর্নীতিগ্রস্ত নীতি, এটি একটি স্বৈরাচারী নীতি।’