গত ইন্ডিয়ান সুপার লিগে(আইএসএল) সবুজ মেরুন জার্সিতে রয় কৃষ্ণ’র (Roy Krishna) পারফরর্মেন্স সকলের মন ছুঁয়ে নিয়েছিল। ফিজিয়ান এই গোলমেশিন সমর্থক দের নয়নের মণি হয়ে উঠেছিলেন। ভারতে খেলতে এসে দেশের সংস্কৃতির সঙ্গে নিজের মেলবন্ধন ঘটাতে পিছপা হননি।
আর রয় কৃষ্ণ যে শুধুই গোলটাই চেনেন,অন্য কোনও কিছুতেই নাক গলান না এমন মোটেও তা নয়। কৃষ্ণলীলায় শুক্রবার সারা দেশ যখন মুখর ঠিক তখনই রয় কৃষ্ণ নিজেকে কৃষ্ণ লীলায় মেতে উঠেছেন। টুইট করেছেন ফিজিয়ান গোল্ডেন বয়, “সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ❤️🙏🏽”
Happy Janmashtami everyone ❤️🙏🏽 https://t.co/YT1ZS4Fsbf
— Roy Krishna 🇫🇯🇳🇿 (@RoyKrishna21) August 19, 2022
রয় কৃষ্ণর এই টুইট বার্তা মুহুর্তে ভাইরাল হয়ে উঠেছে। বেঙ্গালুরু এফসি জার্সিতে ২০২২-২৩ ফুটবল মরসুমে আইএসএলে খেলতে দেখা যাবে ফিজিয়ান গোল্ডন বয়কে।কিন্তু তাতে কি?রয় কৃষ্ণ যখন জন্মাষ্টমীতে সকলের উদ্দ্যেশে শুভেচ্ছা বার্তা রেখেছেন,তখন ভারতের ফুটবল ভক্তকুল চুপ করে বসে থাকেনি।তারাও রিটুইটে শুভেচ্ছা জানিয়ে ভ্রাতৃত্বর মেলবন্ধনে কৃষ্ণ নামে গা ভাসিয়েছে। যা ভারতের চিরকালীন ঐতিহ্য আর পরম্পরার সাক্ষী।