মঙ্গলবার সকাল থেকেই আবহাওয়ার (Weather) ব্যাপক বদল ঘটল। ফিরে এল সেই ভ্যাপসা গরম। ফের সাধারণ মানুষের প্রশ্ন, বৃষ্টি কই? টানা দুদিনের বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছিল দক্ষিণবঙ্গবাসীকে। কিন্তু মঙ্গলবার হতেই সেই আবহাওয়া চোখের নিমেষে বদলে গেল ভ্যাপসা গরমে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্য আপাতত ভারী বৃষ্টিপাতের (Rainfall) কোনও সম্ভাবনা নেই।
এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বলে জানিয়েছে হাওয়া অফিস। কয়েকদিন আগে অবধি বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া দুটি নিম্নচাপ কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছিল। দক্ষিণবঙ্গের চার জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়। সঙ্গে কলকাতা ও লাগোয়া জেলাগুলিও অবশেষে ভারী বৃষ্টিপাত পেতে চলেছে বলে আশা করেছিলেন সকলে। কিন্তু সেগুরে বালি।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকেই কার্যত দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়বে। আপেক্ষিক আর্দ্রতা বাড়াবে অস্বস্তি।