Heavy Rainfall: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বাঁধ ভেঙে জলমগ্ন একাধিক গ্রাম

আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসকে সত্যি করে রবিবার থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে। ভারী বৃষ্টি (Heavy Rainfall) হয়েছে কলকাতাতেও। এদিকে স্বাধীনতা দিবসের দিন আবহাওয়া বদলের…

Heavy Rainfall: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বাঁধ ভেঙে জলমগ্ন একাধিক গ্রাম

আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসকে সত্যি করে রবিবার থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে। ভারী বৃষ্টি (Heavy Rainfall) হয়েছে কলকাতাতেও। এদিকে স্বাধীনতা দিবসের দিন আবহাওয়া বদলের ইঙ্গিত দিলেও সকাল থেকেই রাজ্যজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। কালো মেঘ সর্বত্র। আবহাওয়া দফতর জানাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট থেকে ১৮ অগাস্টের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

শুধু তাই নয়, আগামী ২-৩ দিনের মধ্যে মধ্য ভারতে এবং দেশের উত্তর-পশ্চিমে বর্ষা সক্রিয় থাকবে। উত্তর বঙ্গোসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অতিগভীর নিম্নচাপে পরিণত হয়ে তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শুধু তাই নয়, নিম্নচাপ ও কোটালে নদী বাঁধ ভেঙে জলমগ্ন সুন্দরবনের বেশ কিছু এলাকা। প্রশাসন সূত্রে খবর, শনিবার ভোররাত থেকে টানা বৃষ্টির ফলে সুন্দরবনের নামখানা ব্লকের প্রত্যন্ত এলাকা মৌসুনি দ্বীপের সল্টঘেরিতে সমুদ্রবাঁধের প্রায় ৫০০ মিটার এলাকায় ধস নামে। যার জেরে হু হু করে জল ঢুকছে। জল ঢুকে পড়েছে একাধিক গ্রামে। সুন্দরবনেও একই দৃশ্য।

Advertisements

উত্তর অভ্যন্তর ওড়িশা এবং তৎসংলগ্ন উত্তর ছত্তিশগড় এবং দক্ষিণ ঝাড়খন্ডের উপর নিম্নচাপটি অক্ষাংশ ২২.২০ এন এবং দ্রাঘিমাংশ ৮৪.০০ই-এর কাছাকাছি প্রায় ৩০ কিলোমিটার দূরে ঝাড়সিগুদা (ওড়িশা) থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে রয়েছে। পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে এবং পরবর্তী ১২ ঘন্টার মধ্যে নিম্নচাপের তীব্রতা বজায় রাখতে