ইউনাইটেড স্পোর্টসের মতো খেলতে পারল না ইউনাইটেড স্পোর্টস। নৈহাটি গোল্ড কাপ (Naihati Gold Cup) অল্পের জন্য হাতছাড়া হল। টুর্নামেন্ট সেরা ময়দানের জায়ান্ট কিলার ভবানীপুর স্পোর্টিং ক্লাব।
আরও পড়ুন: Brendan Hamill: করোনায় আক্রান্ত এটিকে মোহনবাগানের ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল
কলকাতা ফুটবল লিগে ধারাবাহিক জয় পেয়েছে দুই ক্লাব। ইউনাইটেড স্পোর্টস ও ভবানীপুর স্পোর্টিং, দুই ক্লাবই এখন কলকাতা ফুটবল লিগ সেরা হওয়ার অন্যতম দাবিদার। ফর্মে থাকা দুই দল মুখোমুখি হয়েছিল নৈহাটি গোল্ড কাপ প্রতিযোগিতার ফাইনালে।
আরও পড়ুন: ATKMB vs CFC : বাতিল হয়ে গেল এটিকে মোহন বাগানের ম্যাচ
ভবানীপুরের বিরুদ্ধে ৪-০ গোলে হেরেছে ইউনাইটেড। দু’টি করে গোল করেছেন ক্রিজো এবং প্লাজা। ভবানীপুরের এই দুই বিদেশি গোলের মধ্যেই রয়েছেন। লিগের ম্যাচেও গোল পেয়েছেন দুজনে। ফাইনালে লক্ষ্যভেদ করতে ভুল করেননি।
যদিও এদিন পূর্ণ শক্তির প্রথম একাদশ নিয়ে মাঠে নামেনি ইউনাইটেড। তারক হেমব্রম, সুব্রত মুর্মুদের রিজার্ভ বেঞ্চে রেখে দল নামিয়েছিলেন কোচ। সেই সুযোগটাই নিয়েছে ভবানীপুর। দুই বিদেশি নির্ভর আক্রমণে ভর করে আক্রমণে ঝাঁঝ বাড়িয়েছিল তারা।