৭৫তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে শিলিগুড়ির (Siliguri) সব জায়গাতেই নিশ্চিদ্র নিরাপত্তার ব্যাবস্থা করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ১৫ অগস্ট নিরাপত্তায় কড়া নজর থাকবে পুলিশ বাহিনীর। আগেই রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বিচ্ছিন্নতাবাদী সংগঠন। সশস্ত্র এই সংগঠনের জঙ্গি নেতা জীবন সিংহ চায় পৃথক কামতাপুর।
অসম থেকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ হয়ে যাতায়াত করা ট্রেনগুলিতে চলছে কড়া নজরদারি। দার্জিলিং জেলার, শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি ষ্টেশন সহ উত্তরবঙ্গের সব গুরুত্বপূর্ণ স্টেশনে মোতায়েন করা হয়েছে আরপিএফ। মোতায়েন রয়েছেন সেনা ও পুলিশ।
কুকুর দিয়ে চলছে নজরদারি। স্টেশনে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। কোনওরকম আপত্তিকর পরিস্থিতি এড়াতে শিলিগুড়ির মোট তিনটি এলাকাজুড়ে পাহাড়া দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে শিলিগুড়িতে তৈরী থাকবে আধা সামরিক বাহিনী এবং বিএসএফ জোয়ান।
স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর পূর্ণ হবে। দেশজুড়ে চলছে আজাদি কা অমৃত মহোৎসব। সঙ্গে তেরঙা যাত্রা, পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা বিতরণ-সহ আরও নানা কর্মসূচি।