Sandesh Jhingan: ঝিঙ্গান হাতছাড়া হওয়ায় এই ফুটবলারকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল

রবিবার সকালে সন্দেশ ঝিঙ্গান’কে (Sandesh Jhingan) দলে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বেঙ্গালুরু এফসি। একটা সময় অবধি ইস্টবেঙ্গলের তরফে তাকে নেওয়ার চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু…

East bengal club may appoint more than one coach

রবিবার সকালে সন্দেশ ঝিঙ্গান’কে (Sandesh Jhingan) দলে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বেঙ্গালুরু এফসি। একটা সময় অবধি ইস্টবেঙ্গলের তরফে তাকে নেওয়ার চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু শেষ অবধি সেটা সম্ভব হলোনা।এরপর বিকল্প হিসেবে দলের রক্ষন ভাগকে শক্তিশালী করতে আদিল খান’কে নিতে পারে লাল হলুদ ব্রিগেড।

৩৪ বছর বয়সী গোয়ার এই ফুটবলার বর্তমানে খেলছেন গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি’তে।গত মরশুমে লোনে ইস্টবেঙ্গলে খেলে গেছেন তিনি। এছাড়াও মোহনবাগানে খেলেছিলেন একসময়।এবার তাকে পুরোপুরি মরশুমের জন্য পেতে চাইছে লাল হলুদ।

   

প্রসঙ্গত, সিবেনিক ছাড়ার পর এবছর জানুয়ারির ট্রান্সফার উইন্ডো’তে ঝিঙ্গান যোগদান করেছিলেন সবুজ মেরুন শিবিরে। ক্লাবের ডিফেন্স বিভাগের সমস্যা সমাধানে দারুণ কাজে এসেছিলেন তিনি। খেলেছিলেন মোট ১০ টা ম‍্যাচ।এরমধ্যে সাত ম‍্যাচ আইএসএলে।এছাড়া এএফসি কাপের গ্রুপ পর্বের ম‍্যাচেও খেলেছিলেন তিনি। ক্লাবে খেলা ১০ ম‍্যাচের মধ্যে ৭ টিতে জয়ের স্বাদ পেয়েছিলেন ঝিঙ্গান। এবার নতুন ক্লাবে তিনি কিভাবে নিজেকে মেলে ধরেন নজর থাকবে সেই দিকেই।