আর হাতে গোনা কয়েকটা দিন, তারপর নৈহাটিতে প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল,আর তারপর ডুরান্ড কাপে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড।তাই সময় নষ্ট না করে সকালে শহরে এসে বিকেলে সতীর্থদের সাথে প্রস্তুতি নিতে নেমে পরলো ইস্টবেঙ্গলের সাইপ্রাসের তারকা ফুটবলার কিরিয়াকু (Charalambos Kyriakou)। প্রথম গা ঘামালেন আর তারপর দীর্ঘ সময় চললো বল নিয়ে নাড়াচাড়া করা।
এবছর ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলারের অনুশীলন দেখতে ভীড় জমিয়েছিলেন লাল হলুদ সমর্থক’রা।তাকে নিয়ে কেমন ভাবে দল সাজান ইস্টবেঙ্গলের বিদেশি কোচ, এখন সেটাই দেখার বিষয়।
২৭ বছর বয়সী এই ফুটবলার মূলত মাঝমাঠের খেলোয়াড়। পেশাদার ক্লাব কেরিয়ার একেবারেই দীর্ঘ নয়। মাত্র দুটি ক্লাবে খেলেছেন। যার মধ্যে একটি ক্লাবে লোনে। দশটি মরসুম তিনি খেলেছেন Apollon Limassol FC ক্লাবে। এক মরসুমের জন্য লোনে খেলেছিলেন পর্তুগালের G.D. Estoril Praia ক্লাবে। এরপর আবার ফিরে গিয়েছিলেন পুরনো ক্লাবে।
কেরিয়ারে খুব বেশি গোল করেননি। হাতে গোনা কিছু ম্যাচে লক্ষ্যভেদ করেছেন। জাতীয় দলের হয়েও গোল করেননি। দেশের হয়ে খেলেছেন তিরিশটির কাছাকাছি ম্যাচ।নতুন ক্লাবে তিনি কতোটা নিজেকে মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।