জেরার প্রস্তুতি নিচ্ছে CBI, অনুব্রত ভেঙে পড়েছে

বৃহস্পতিবার মধ্যরাতে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। সিবিআই (CBI) সূত্রে খবর, কেষ্টকে নিজাম প্যালেসের ১৫ তলায় রাখা হয়েছে। শোনা…

জেরার প্রস্তুতি নিচ্ছে CBI, অনুব্রত ভেঙে পড়েছে

বৃহস্পতিবার মধ্যরাতে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। সিবিআই (CBI) সূত্রে খবর, কেষ্টকে নিজাম প্যালেসের ১৫ তলায় রাখা হয়েছে। শোনা যাচ্ছে, শুক্রবার বেলার দিকেই অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন সিবিআই-এর আধিকারিকরা।

Advertisements

জেরার সময়ে অনুব্রত মণ্ডলের আইনজীবীও থাকতে পারেন বলে খবর। সূত্রের খবর, একেবারে ভেঙে পড়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা। এদিকে খাঁ খাঁ করছে অনুব্রতর বাড়ি, পার্টি অফিস। চেয়ার খালি নেতার। এমনকি অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার পরেই তাঁর বাড়ির অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে বলে খবর।

   

গরু পাচার কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল৷ ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। দশবার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন বীরভূমের ডাকাবুকো নেতা। কথায় রয়েছে, বীরভূমে অনুব্রতর নামে বাঘে গরুতে এক ঘাটের জল খায়৷ কিন্তু বৃহস্পতিবার সকালে বদলে যায় ছবি৷ শতাধিক কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলল বোলপুরে নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি। ৮ অফিসারদের প্রশ্নের পরেই বাড়ি থেকে ১২০ কিলোমিটার দূরে অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় অনুব্রতকে৷

Advertisements

 

দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। স্থানীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে দেওয়া হয় ওষুধ৷ আরও এক রাউন্ড জিজ্ঞাসাবাদের পর অনুব্রতকে নিয়ে আসা হয় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে৷ সেখানে অনুব্রতকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দেয় বিচারক৷ কিন্তু শারীরিকভাবে এমনিতেই বেশ কিছু মাস ধরে দুর্বল অনুব্রতর চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কলকাতায়। আপাতত সিজিও কমপ্লেক্সে থাকবেন তিনি।