টানা দেড় ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। বৃহস্পতিবার সকালে কেষ্টর বোলপুরের বাড়ি থেকে গ্রেফতারি অভিযান চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
তাঁর সাফ বার্তা, ‘গরু পাচার মামলায় সিবিআই যে ‘গুন্ডা’কে গ্রেফতার করেছে, সেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নিষ্ঠুর আচরণ করতে হবে। অনুব্রত পশ্চিম বঙ্গের বহু মানুষের জীবন ধ্বংস করেছেন এবং বীরভূম জেলার মানুষের উপর অত্যাচার করেছেন। আমি আশা করি এই ধরনের লোকেরা সারাজীবন জেলে থাকবে। আমরা দেখেছি, টিএমসি সরকার কীভাবে আইপিএস-রাজীব কুমারকে বাঁচানোর চেষ্টা করেছিল, যিনি টিএমসির প্রিয় এবং সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত ছিলেন। অনুব্রত মণ্ডলের খেলা শেষ। অনুব্রতর মতো যিনি ভোট পরবর্তী হিংসায় জড়িত, তাঁকে কখনওই মুক্ত করা উচিত নয়।’
1.1 A Devil can cite scriptures for his purpose.
The Central investigating agencies have to be cruel with TMC Leader Anubrata Mondal, the goon arrested by CBI in cow-smuggling case. He has ruined many lives in Paschim Banga and tortured people in Birbhum district. pic.twitter.com/WCgpdYwEK3
— Dilip Ghosh (@DilipGhoshBJP) August 11, 2022
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘লুকোচুরি শেষে ধরা গেছেন।’
অন্যদিকে বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘অনুব্রত মণ্ডল তো আইনের বাইরে নয়। সঠিক কাজ করেছে সিবিআই। আইনের আওতায় এনে তাঁর বিরুদ্ধে সকল তদন্ত প্রক্রিয়া চালাবে সিবিআই। অনুব্রত মণ্ডল যে একজন মাফিয়া সে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে, প্রশ্রয়ে ফুলে ফেঁপে উঠেছিল। একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করত সে আজকে হাজার কোটি টাকার মালিক। সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। আমি আশা করব যে এই অনুব্রত মণ্ডলরা কাদের নির্দেশে গরু পাচার, কয়লা পাচার এবং বিরোধী দলের লোকেদের বিশেষ করে পুরো বীরভূমের ওপর যে অত্যাচার করেছে, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘর ছাড়া করা, বেশ কিছু মানুষকে খুন করা হয়েছিল তাঁর তদন্ত করুক।’