East Bengal : এবার সাইপ্রাসের তারকা ফুটবলারের নাম জড়ালো ইস্টবেঙ্গলের সাথে

ক্রমশ এগিয়ে আসছে ট্রান্সফার উইন্ডো বন্ধের দিন। ইতিমধ্যে একের পর এক বিদেশি ফুটবলারের নাম জড়িয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) সাথে। এবার শোনা যাচ্ছে সাইপ্রাসের ফুটবলার Alexandros…

east bengal

ক্রমশ এগিয়ে আসছে ট্রান্সফার উইন্ডো বন্ধের দিন। ইতিমধ্যে একের পর এক বিদেশি ফুটবলারের নাম জড়িয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) সাথে। এবার শোনা যাচ্ছে সাইপ্রাসের ফুটবলার Alexandros Gogić কে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ইস্টবেঙ্গল।

Advertisements

ইংল‍্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা ক্লাব সোয়ান্সি সিটি’র যুব দলের হয়ে খেলা এই ফুটবলার রক্ষন এবং মাঝমাঠ, উভয় স্থানেই খেলতে পারে।অর্থাৎ যদি লাল হলুদ ব্রিগেড তাকে দলে নেয় তাহলে অত্যন্ত ইউটিলিটি একজন ফুটবলার’কে পেতে চলেছে।

Advertisements
   

গজিচের বাবা ছিলেন সাইপ্রাসের জাতীয় দলের একজন ফুটবলার।সোয়ান্সি সিটি ছাড়াও গ্রীসের ওলিম্পিআকোসের যুব দলের হয়ে খেলা এই ফুটবলার ২০১৭ সালে স্কটিশ ক্লাব হ‍্যামিল্টন অ্যাকাডেমিকাল’এ সই করেন।পরবর্তী সময়ে তাকে আরও এক বছরের জন্য রেখে দেয় এই ক্লাব।২০২০ সালে দুই বছরের চুক্তিতে হাইবারনিয়েনে যোগদান করেন তিনি।এরপর চুক্তি মিটলে যোগদান করেন সেন্ট মিরেনে। উল্লেখিত দুই ক্লাব’ই স্কটল্যান্ডের অত্যন্ত বিখ‍্যাত ক্লাব।আপাতত ফ্রি এজেন্ট এই ফুটবলার শেষ অবধি কোনও ক্লাব পায় কিনা এখন সেটাই দেখার বিষয়।