TET Scam: নিয়োগের নথি নিয়ে মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি

টেট দুর্নীতি মামলায় ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি৷ ইডি সূত্রে খবর, গত সোমবারের পর ফের আগামী সপ্তাহে তলব করা…

Manik Bhattacharya

টেট দুর্নীতি মামলায় ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি৷ ইডি সূত্রে খবর, গত সোমবারের পর ফের আগামী সপ্তাহে তলব করা হয়েছে মানিক ভট্টাচার্যকে। ওই দিন সমস্ত নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

Advertisements

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত হয়েছেন মানিক ভট্টাচার্য। কিন্তু ইডির নজরে বারবার ছিলেন মানিক৷ এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই সময় বেশ কিছু নথি হাতে এসেছিল ইডির। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই চলে জিজ্ঞাসাবাদ।

   

গত সোমবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন মানিক ভট্টাচার্য৷ প্রায় ৪ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বে একাধিক নথির কথা উল্লেখ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি৷ ইডির তরফে ওই দিনেই মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছে৷ ওই দিন সমস্ত তথ্য আনতে বলা হয়েছে।

Advertisements

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কারণে কারাবাসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও তদন্ত করছে সিবিআই৷ এরই মধ্যে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির শিকড় অবধি পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।