DHFC : সালকিয়া ফ্রেন্ডসের বিরুদ্ধে নামার আগে কিবুর সতর্ক নজর

হাওড়ার আরও এক দলের বিরুদ্ধে ম্যাচ। এবার সালকিয়া ফ্রেন্ডসের বিরুদ্ধে মাঠে নামবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না দল। সতর্ক কোচ…

DHFC : সালকিয়া ফ্রেন্ডসের বিরুদ্ধে নামার আগে কিবুর সতর্ক নজর

হাওড়ার আরও এক দলের বিরুদ্ধে ম্যাচ। এবার সালকিয়া ফ্রেন্ডসের বিরুদ্ধে মাঠে নামবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না দল। সতর্ক কোচ কিবু ভিকুনা (Kibu Vicuna)। 

Advertisements

অভিষেক মরসুমেই চমক দিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রধান কোচের পদে দায়িত্ব দেওয়া হয়েছে কিবু ভিকুনাকে। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও ফুটবলারদের কোচ হয়ে উঠেছেন তিনি। কলকাতা ফুটবল লিগের শুরু থেকে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছে ডায়মন্ড হারবার। অভিজ্ঞ স্প্যানিশ কোচ জানেন, আত্মতুষ্টি যে কোনো দলের পক্ষে হতে পারে হানিকর।

   

লিগের গত ম্যাচে হাওড়া ইউনিয়নের বিরুদ্ধে একপেশে ফুটবল খেলেছিল ডায়মন্ড হারবার। ৪-০ গোলে ম্যাচ জিতে নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। জোড়া গোল করেছিলেন সফিক। 

Advertisements

খাতায় কলমে সালকিয়ার দলটির তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে ডায়মন্ড হারবার। তবে কিবু এবং দলের ফুটবলাররাও জানেন যে মাঠে যে কোনো সময়ে ঘটতে পারে অঘটন। তাই অতীত ম্যাচের কথা ভুলে ধাপে ধাপে এগোতে চাইছে দল। ফর্ম ধরে রেখে সালকিয়ার দলের বিরুদ্ধেও বড় ব্যবধানে জিততে মরিয়া ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।