TMC: ‘গোরু চোর’ কটাক্ষ শুনলেন পুলিশকে বোমা মারার হুমকিদাতা অনুব্রত, অক্সিজেন কমছে !

এসএসকেএম নেয়নি ভর্তি। যে কোনও সময় ফের সিবিআই ডাক আসবে বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস (TMC) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। চলতি সপ্তাহেই ফের ডাক? একরাশ…

TMC: 'গোরু চোর' কটাক্ষ শুনলেন পুলিশকে বোমা মারার হুমকিদাতা অনুব্রত, অক্সিজেন কমছে !

এসএসকেএম নেয়নি ভর্তি। যে কোনও সময় ফের সিবিআই ডাক আসবে বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস (TMC) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। চলতি সপ্তাহেই ফের ডাক? একরাশ উতকণ্ঠা নিয়ে বীরভূম ফিরলেন তিনি। ফেরার আগে কলকাতায় স্পষ্ট শুনলেন তাঁকে কটাক্ষ করে ‘গোরু চোর’ বলা হচ্ছে। তৃণমূল ক্ষমতায়, আর মমতার প্রিয় কেষ্টকে শুনতে হলো ‘গোরু চোর’ কটাক্ষ।

TMC: 'গোরু চোর' কটাক্ষ শুনলেন পুলিশকে বোমা মারার হুমকিদাতা অনুব্রত, অক্সিজেন কমছে !

   

গোরু পাচার মামলায় এর আগে সিবিআই জেরা এড়াতে এসএসকেএম হাসপাতালে চলে গিয়েছিলেন। টানা চিকিৎসার পর কলকাতার ফ্ল্যাটে থেকে বোলপুরে ফেরার পর সমর্থকদের তুমুল হর্ষধ্বনির মাঝে বলেছিলেন ‘আমি মরি নাই…’। এরপর ফের সিবিআইয়ের ডাকতেই অসুস্থ হন অনুব্রত। তবে এবার এসএসকেএমে স্থান হয়নি। সূত্রের খবর অনুব্রত ভেঙে পড়ছেন।

Anubrata body guard saigal

গত বছর পঞ্চায়েত ভোটের প্রচারে অনুব্রত মণ্ডল গরম ভাষণে দলেরই বিক্ষুব্ধ প্রার্থীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন৷ আরও বলেছিলেন, বাধা দিতে এলে পুলিশকে বোম মারুন, আমি বলছি বোম মারুন৷ এমন উত্তেজক ভাষণের পর বীরভূমে পুলিশ আক্রান্ত হয়েছিল। বোমা পড়েছিল। পুলিশ তাঁকে গ্রেফতার করেনি। পরে চাপের মুখে মন্তব্য ফেরান অনুব্রত।

TMC: 'গোরু চোর' কটাক্ষ শুনলেন পুলিশকে বোমা মারার হুমকিদাতা অনুব্রত, অক্সিজেন কমছে !

নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি কালো টাকা লেনদেনের তদন্তে ভুবনেশ্বর এইমসে জনতার কণ্ঠে চোর চোর ধ্বনি শুনেছিলেন পূর্বতন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার পরেই তিনি জেলে ঢুকেছেন। এবার পুলিশকে বোমা মারার হুমকি দেওয়া অনুব্রত এবার প্রকাশ্যে শুনলেন ‘গোরু চোর’। এবার? এই প্রশ্ন রাজ্য জুড়ে।