জল্পনা সত্যি হলে ভালো মানের এক ফুটবলারকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal )। শোনা যাচ্ছে আর্সেনালে খেলা এক ফুটবলারের নাম। যিনি স্ট্রাইকারের পাশাপাশি উইংগার হিসেবেও খেলতে পারেন তিনি।
রবিবারের জল্পনা, জে এমানুয়েল থমাস নামের এক ফুটবলারকে দলে পেতে আগ্রহী ইমামি-ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যিনি দলের প্রয়োজনে খেলতে পারেন দু’টি পজিশনে- স্ট্রাইকার এবং উইংগার। ৩১ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন ইংল্যান্ডের বয়স ভিত্তিক জাতীয় দলে। ইংল্যান্ডের অনুর্ধ্ব ১৭ ও ১৯ দলে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে সিনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলা হয়নি তাঁর।
পেশাদার ফুটবল কেরিয়ারে বেশ কিছু ক্লাবে খেলেছেন জে এমানুয়েল থমাস। সবথেকে বেশি ম্যাচ খেলেছেন ব্রিস্টল সিটির হয়েছে। নব্বইয়ের কাছাকাছি ম্যাচ খেলেছিলেন সেখানে। করেছিলেন কুড়িটির বেশি গোল। আর্সেনালের সিনিয়র দলে ছিলেন কেরিয়ারের একেবারে শুরু দিকে, ২০০৮-১১ মরসুমে। পরিসংখ্যান অনুযায়ী, গানার্সের হয়ে মাঠে নেমেছিলেন হাতেগোনা ম্যাচে। ফুটবলে হাতেখড়ি আর্সেনালের যুব দলে।
ময়দানি গুঞ্জন অনুযায়ী, এমানুয়েল থমাসের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে ইস্টবেঙ্গল। বর্তমানে তিনি খেলেছেন স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাব আবেরদীনে। প্রায় পনেরোটি ম্যাচ খেলেছেন ইতিমধ্যে। যদিও কোনও গোল করেছেন বলে জানা যায়নি। বস্তুত বিগত কয়েকটি ক্লাবের হয়ে খুব বেশি গোল করতে পারেননি এমানুয়েল।