East Bengal: সালাম রঞ্জন সিং কি আসবেন লাল-হলুদে? জেনে নিন

সালাম রঞ্জন সিং কি ইমামি ইস্টবেঙ্গল  (East Bengal) ফুটবল দলে যোগ দেবেন? এই প্রশ্ন রয়েছে কিছু লাল হলুদ সমর্থকদের মনে। এই প্রশ্নের উত্তর এখনই হ্যাঁ…

Salam ranjan Singh

সালাম রঞ্জন সিং কি ইমামি ইস্টবেঙ্গল  (East Bengal) ফুটবল দলে যোগ দেবেন? এই প্রশ্ন রয়েছে কিছু লাল হলুদ সমর্থকদের মনে। এই প্রশ্নের উত্তর এখনই হ্যাঁ কিংবা না-এ সরাসরি দেওয়া যাবে না।

এক সময় লাল হলুদ জার্সি পরেই খুব নামডাক হয়েছিল সালাম রঞ্জন সিংয়ের। ইস্টবেঙ্গলের আগে ভারতের অন্যান্য ক্লাবে খেললেও সেইভাবে ডানা মেলতে পারেনি তাঁর প্রতিভা। পরিসংখ্যান অনুযায়ী, ইস্টবেঙ্গলের হয়েই এখনও পর্যন্ত সবথেকে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

২০১৭-১৯ মরসুম পর্যন্ত লাল হলুদ শিবিরের একজন ছিলেন সালাম। সেই সময় ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচে অংশ নিয়েছিলেন। ঘরোয়া ফুটবলেও সুনাম অর্জন করেছিলেন রক্ষণ ভাগের এই ফুটবলার। ইস্টবেঙ্গলের হয়ে খেলার আগে ছিলেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবে। ২০১৫-১৬ মরসুমে জিতেছিলেন আই লিগ খেতাব।

ইস্টবেঙ্গল ছাড়ার পর ক্রমে নিম্নমুখী সালামের কেরিয়ার গ্রাফ। খাতায় কলমে এখনও চেন্নাইয়ান ফুটবল ক্লাবের খেলোয়াড়। সুযোগ পেয়েছেন নামমাত্র। তাঁকে ইস্টবেঙ্গল ফিরিয়ে আনতে চায় এমনটা এখনও অনেকে মনে করছেন। কিন্তু চেন্নাইয়ের দলটি সালামকে ছাড়তে রাজি হবে কি না সেটা নিশ্চিত নয়। ক্লাব রিলিজ রিলিজ করতে রাজি না হলে এ যাত্রায় ইস্টবেঙ্গলে ফেরা হবে না সালামের।