একই দিনে শহরে এসে পৌঁছেছেন দুই কোচ। এক দিকে ইস্টবেঙ্গলের, অন্য দিকে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। দুই কোচকেই ঘিরেই বিমানবন্দরে ছিল অভ্যর্থনার উষ্ণতা।
আরও পড়ুন: Ousmane N’Diaye : শহরে পা রাখলেন মহামেডানের সেনেগালের তারকা
মহমেডানের কোচ আন্দ্রে চের্নিশভ। গত মরসুমেও তিনিই ছিলেন দলের প্রধান কোচ। এবারেও তাঁকে কেন্দ্র করে স্বপ্নের জাল বুনছেন সাদা কালো শিবির। গত মরসুমে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল আই লিগ খেতাব। শেষ ম্যাচে জিততে পারলেই ট্রফি আসতো কলকাতায়। শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।
আরও পড়ুন: ATK Mohun Bagan: ইস্টবেঙ্গল ম্যাচের আগে বাগানের ভাবনায় মহামেডান ম্যাচ!
আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগ খেলার ইচ্ছা নিয়ে পরিকল্পনা তৈরি করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই সঙ্গে রয়েছে তাদের বিনিয়োগকারী কোম্পানি বাংকারহিল। আগামী দিনে আরও বড় কোনো সংস্থা যুক্ত হওয়ার সম্ভাবনার কথা মাঝে শোনা গিয়েছিল।
আরও পড়ুন:Manoj mohammad: মহামেডানের তারকা ফুটবলারকে ‘হ্যাইজ্যাক’ করল এই ফুটবল ক্লাব
বিমানবন্দরে পুষ্প স্তবক দিয়ে আন্দ্রে চের্নিশভকে বরণ করে নেওয়া হয়েছিল। ক্লাবের তরফে উপস্থিত ছিলেন দিপেন্দু বিশ্বাস। কোচের হাতে তুলে দেওয়া হয়েছিল ফুলের তোড়া। যেটার রঙ লাল হলুদ।