Tollywood: ধারাবাহিকের ইতিহাসে এই প্রথম সুস্মিতার সঙ্গে হতে চলেছে এমন কান্ড

টেন্ট সিনেমার হাত ধরেই অভিনয়ে পর্দাপর্ণ সুস্মিতার। অপরাজিতা অপু ধারাবাহিকে ‘অপু’র চরিত্রে দেখা গিয়েছিল সুস্মিতাকে। এরপর ‘বৌমা একঘর’। দ্বিতীয় ধারাবাহিকটি চলল না অপুর পুরনো ম্যাজিক।…

Bouma Sushmita Dey

টেন্ট সিনেমার হাত ধরেই অভিনয়ে পর্দাপর্ণ সুস্মিতার। অপরাজিতা অপু ধারাবাহিকে ‘অপু’র চরিত্রে দেখা গিয়েছিল সুস্মিতাকে। এরপর ‘বৌমা একঘর’। দ্বিতীয় ধারাবাহিকটি চলল না অপুর পুরনো ম্যাজিক। মাত্র ৯০ দিনে টিআরপি তালিকায় মুখ থুবড়ে পড়েছে। তাই শুরু হওয়ার তিনমাসের মধ্যেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। এমন নজির খুব কমই রয়েছে বাংলা ধারাবাহিকে।

Advertisements

‘খুকুমণি হোম ডেলিভারি’র জায়গায় গত ২রা মে শুরু হয়েছিল এই শো। তবে শুরু থেকেই দাগ কাটতে পারেনি এই ধারাবাহিকের চিত্রনাট্য। টিআরপি আশানুরূপ না হওয়ায় রাতারাতি স্লট বদল করে রাতের স্লট দেওয়া হয় এই সিরিয়ালকে। রাত সাড়ে দশটার স্লটে দেখা যাচ্ছিল এই ধারাবাহিক। তবে এবার’ বৌমা একঘর’ স্লট দখল করবে গোধূলি আলাপ।
দুই শাশুড়ির দুই বউমার চাকুরি নিয়ে তৈরি গল্পের চিত্রনাট্য। লিড জুটি ছিলেন সুস্মিতা ও দেবজ্যোতির। তবে তাঁদের রসায়ন পর্দায় ম্যাজিক করতে পারেনি।

Advertisements
   

গতকাল ছিল এই ধারাবাহিকের শেষদিনের শ্যুটিং। তাই ‘বৌমা একঘর’ টিমকে সঙ্গে নিয়ে একটি ভিডিয়ো বানান অভিনেত্রী। ভিডিয়োর ক্যাপশনে লেখেন, “প্রত্যেক শুরুরই শেষ আছে, আর সব শেষের পরেই নতুন শুরু”। শোনা যাচ্ছে, আগামী ৫ই অগস্ট শেষ সম্প্রচার এই সিরিয়ালের।