দল গোছানোর মরসুমে আরও এক জল্পনা। ইস্টবেঙ্গলের (East Bengal) পথে নাকি এক পর্তুগিজ তারকা। জল্পনা ভিত কতোটা মজবুত? জেনে নিন।
সম্প্রতি ময়দানে শোনা যাচ্ছে লুইস মাচাডোর নাম। ভারতীয় ফুটবলে ইতিপূর্বে খেলেছেন পর্তুগিজ এই ফুটবলার। মূলত মাঝমাঠের খেলোয়াড়। খেলতে পারেন উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে। সতীর্থদের নিয়ে খেলা তৈরি করার পাশাপাশি নিজেও গোল করতে পারেন।
নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলে ভারতীয় ফুটবলে জায়গা করে নিয়েছিলেন লুইস। মাত্র এক মরসুম ছিলেন উত্তর পূর্ব ভারতের ফ্র্যাঞ্চাইজি দলে। কুড়িটির বেশি ম্যাচ খেলে করেছিলেন সাত গোল। আগামী মরসুমে তিনি ফের ভারতে ফিরে আসতে পারেন বলে ফুটবল মহলের একাংশের ধারণা।
ভারতে ফিরলে তিনি কি লাল হলুদ জার্সি পরে মাঠে নামবেন? এই প্রশ্ন এখন ইস্টবেঙ্গল ভক্তদের মধ্যে ঘোরাফেরা করছে। এখনও পর্যন্ত যা আপডেট তাতে মাচাডোর ইস্টবেঙ্গল যোগের জল্পনা অনেকটা দুর্বল মনে করা হচ্ছে। অর্থাৎ, পর্তুগিজ উইঙ্গার হয়তো কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে খেলবেন না। শোনা যাচ্ছে, নর্থ ইস্ট ইউনাইটেড তাঁকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। এই ক্লাবের হয়েই ভারতীয় ফুটবল মহলে প্রতিষ্ঠা পেয়েছিলেন লুইস। সেক্ষেত্রে তিনি যদি দল বদল করেন, সেক্ষেত্রে নর্থ ইস্ট ফিরে যেতে পারেন বলে অনেকের অনুমান।